হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ


দিনাজপুর প্রতিনিধি , : 22-05-2024

হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটির কারণে আজ বুধবার (২২ মে) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিল হোসেন বলেন , ‘আজ বুধবার (২২ মে) বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। এই কারণে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তাানি কার্যক্রম বন্ধ আছে। তবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) থেকে ফের যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।’

এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘বুদ্ধ পূর্ণিমার কারণে হিলিবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।’

ঢাকা বিজনেস/বুলু/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com