প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হলেন ফোডেন


ঢাকা বিজনেস ডেস্ক , : 19-05-2024

প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হলেন ফোডেন

প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন।  এর আগে এ মাসের শুরুতে ইংলিশ ফুটবল রাইটার্স’অ্যাসোসিয়েশনের ভোটেও বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। এর মাধ্যমে ২৩ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার এই বছর ডাবল অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব দেখালেন। 

এবারের মৌসুমে এ পর্যন্ত প্রিমিয়ার লিগে ক্যারিয়ার সেরা ১৭ গোল করেছেন ফোডেন। এ্যাওয়ার্ড জয়ের পর ফোডেন বলেছেন, ‘এই ধরনের এ্যাওয়ার্ড জয় দারুন এক অর্জন, আমি সত্যিই গর্বিত। প্রিমিয়ার লিগকে বিশ্বের অন্যতম সেরা লিগ হিসেবে বিবেচনা করা হয়। অন্যান্য আরো শীর্ষ খেলোয়াড়দের মাঝে নিজেকে সেরা হিসেবে দেখতে পাওয়া সত্যিই বিশেষ কিছু। বিশেষ করে ক্লাবের জন্য কিছু করতে পারাটাও এর মাধ্যমে স্বীকৃতি পায়।’

ফোডেন আরও বলেন, ‘সব মিলিয়ে আমি সত্যিই দারুন খুশি। এবারের মৌসুম নিয়ে আমরা সবাই সন্তুষ্ট। পুরো মৌসুম জুড়ে গোল ও অ্যাসিস্টের ক্ষেত্রে আমি দলের হয়ে যতটুকু অবদান রাখতে পেরেছি তাতেই আমি খুশি। এজন্য আমি সব সিটি স্টাফ, কোচ ও বিশেষ করে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের ছাড়া এই অর্জন অসম্ভব। এই সুযোগে যারা আমাকে ভোট দিয়ে সেরার মর্যাদা দিয়েছে তাদেরও ধন্যবাদ জানাতে চাই। এই অ্যাওয়ার্ড আমার কাছে সত্যিই বিশেষ কিছু।’


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com