৫ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু


দিনাজপুর প্রতিনিধি , : 14-05-2024

৫ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর ফের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সন্ধা সোয়া ৬ টার দিকে ভারত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক এই তথ্য নিশ্চিত করেন।

মল্লিক বলেন, ‘হিলিবন্দর দিয়ে সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।  মঙ্গলবার সন্ধা সোয়া ৬ টার দিয়ে বগুড়ার মেসার্স আরএস এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে।’ 

আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ সরকার ঢাকা বিজনেসকে বলেন, ‘পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা থাকায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। গেলো ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আজ প্রথম হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলো।’ 

ঢাকা বিজনেস/বুলু/ 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com