ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, পাঁচে আর্জেন্টিনা


ক্রীড়া ডেস্ক , : 08-05-2024

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, পাঁচে আর্জেন্টিনা

প্রতিনিয়তই জনপ্রিয় হয়ে উঠছে ফুটসাল। ইনডোরে পাঁচজন নিয়ে এই ফুটসাল খেলা হয়। সর্বশেষ ফুটসাল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ গড়ে ২৪ লাখ মানুষ দেখেছিলেন টেলিভিশনসহ অন্যান্য মাধ্যমে। ফুটবলের এই সংস্করণকে নতুন মাত্রা দিয়েছে ফিফা। প্রথমবারের মতো ফুটসাল ফুটবলের র‍্যাঙ্কিং চালু করেছে ফিফা। ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ ও নারী, দুই বিভাগেই শীর্ষে আছে ব্রাজিল।

ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে ৪৬০০টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে। ছেলেদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে অবস্থান পর্তুগাল। স্পেন তিনে, এশিয়ার দেশ ইরান চারে ও আর্জেন্টিনা আছে পাঁচে। 

মেয়েদের বিভাগেও ফুটসাল র‍্যাঙ্কিংয়ে সবার শীর্ষে ব্রাজিল। দুইয়ে রয়েছে স্পেন। পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া আছে তিন, চার ও পাঁচে। বাংলাদেশের অবস্থান ৪৪ নম্বরে। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com