২৬ জুন ২০২৪, বুধবার



রাবির হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঢাকা বিজনেস ডেস্ক || ১১ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ এএম
রাবির হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল থেকে ফুয়াদ নামের এক আবাসিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় নিজ কক্ষে অচেতন অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে (রামেকে) নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিহার জোনের এডিসি একরামুলর এই তথ্য নিশ্চিত করেন।

ফুয়াদ আল ফতিব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র। ফুয়াদ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের আমিনুল ইসলাম সাজুর ছেলে।

এডিসি একরামুল বলেন, ‘কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার মৃত্যু কয়েক ঘণ্টা আগে হয়েছে। আমরা এখন পোস্টমর্টেমের (ময়নাতদন্ত) জন্য পাঠিয়েছি। পোস্টমর্টেমের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন