দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। যেখানে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে টাইগাররা। চা বিরতির একটু আগে মিচেলকে ফিরিয়েছেন তাইজুল।এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৮ রান। ক্রিজে উইলিয়ামসন ৬৬ ও টম ব্লান্ডেল ১ রানে ব্যাট করছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোনো রান যোগ না করে দিনের প্রথম বলেই অল আউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের দুই ওপেনারের কেউই অবশ্য ভালো শুরু পাননি। টম ল্যাথাম ২১ ও ডেভন কনওয়ে ১২ রানে আউট হন।
হেনরি নিকোলসও ১৯ রানের বেশি করতে পারেননি। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। চতুর্থ উইকেটে ৬৬ রান যোগ করেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল।
ক্রমেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছিল নিউজিল্যান্ড। তবে চা বিরতির একটু আগে ৪১ রান করা মিচেলকে শিকার করে স্বাগতিক শিবিরে স্বস্তি ফিরিয়েছেন তাইজুল ইসলাম।
ঢাকা বিজনেস/এমএ/