২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || ১৮ নভেম্বর, ২০২৩, ১২:৪১ পিএম
চমক রেখে নিউজিল্যান্ডের  বিপক্ষে দল ঘোষণা


আসন্ন নিউজিল্যান্ড বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। শনিবার (১৮ নভেম্বর) ঘোষিত দলে চমক হিসেবে ডাক পেয়েছেন হাসান মুরাদ ও হাসান মাহমুদ।

কিউইদের বিপক্ষে এই সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সিলেটে ২৮ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ নভেম্বর, ঢাকায়। এই দুই ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।  

লিটন না থাকায় দলে উইকেটরক্ষক হিসেবে দলে ফেরানো হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া দলে ফিরেছেন সাদমান ইসলাম ও নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

 বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু। হোসেন দিপু, হাসান মোরাদ।    



আরো পড়ুন