২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



জয়ের পথে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || ৩০ অক্টোবর, ২০২৩, ০২:৪০ পিএম
জয়ের পথে আফগানিস্তান


চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ভালোভাবেই এগোচ্ছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৩ ওভার শেষে ২ উইকেটে ১০৫ রান। ক্রিজে রহমত শাহ ৬১ বলে ৫০ ও  হাশমতুল্লাহ শাহিদী  ২৩ বলে ১৯ রানে ব্যাট করছেন।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। সোমবার আফগানদের হয়ে রান তাড়া করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। প্রথম ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হন গুরবাজ। বল হাতে ছিলেন দিলশান মধুশানাকা।

প্রথম ওভারে উইকেট হারানোর পর ইব্রাহিম জাদরান ও রহমত শাহ মিলে দলকে দারুণভাবে এগিয়ে নিতে থাকেন। দুজনে গড়েন ৭৩ রানের জুটি। যা ভাঙেন মধুশানাকা। ইব্রাহিমকে ৩৯ রানে ফেরান তিনি। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন