১৪ অক্টোবর ২০২৪, সোমবার



স্পেনকে ৪-০ গোলে হারালো জাপান

ক্রীড়া ডেস্ক || ৩১ জুলাই, ২০২৩, ০২:৩৭ পিএম
স্পেনকে ৪-০ গোলে হারালো জাপান


নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনকে ৪-০ গোলে হারালো জাপান নারী ফুটবল দল। রোববার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে গ্রুপ ম্যাচে এই জয়ের ফলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ২০১১ সালের চ্যাম্পিয়ন জাপান। ফলে, নকআউট পর্বে নরওয়েকে প্রতিপক্ষ হিসেবে পেল এশিয়ার এই পাওয়ার হাউজ।

খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল ব্লু সামুরাইরা। বিজয়ী দলের হয়ে দুই গোল করেছেন হিনাতা মিয়াজাওয়া। এছাড়া রিকো উয়েকি একটি এবং শেষ দিকে মিনা তানাকা আরও একটি গোল করলে দুর্দান্ত জয় নিশ্চিত হয় জাপানের।

স্পেনের বিপক্ষে পঞ্চম প্রচেষ্টায় প্রথম এই জয়ের মধ্য দিয়ে এবারের আসরের শিরোপা দাবীদার হিসেবে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল বিশ্ব র‌্যাংকিংয়ের ১১তম অবস্থানে থাকা জাপানী নারী ফুটবল দল। এই নিয়ে মোট ১১টি গোল দিয়ে গ্রুপ পর্ব শেষ করল জাপান।

একই সঙ্গে জাপান চলতি আসরের চার দলের একটি যারা এখনো পর্যন্ত কোন গোল হজম করেনি।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন