২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার



সিঙ্গাপুরে কুঁড়েঘর

বিনোদন ডেস্ক || ১১ জুন, ২০২৩, ০৯:৩৬ এএম
সিঙ্গাপুরে কুঁড়েঘর


তরুণ গায়ক তাসরিফ খান। ২০১৫ সালে ‘নিথুয়া পাথাওর’ শিরোনামে একটি গান মুঠোফোনে রেকর্ড করে আপলোড করেন সামাজিক মাধ্যমে। আলোচনায় আসেন সেই গান দিয়েই। 

এরপর নিয়মিত হলেন গানে। কুঁড়েঘর নামে একটি ব্যান্ড গড়ে তুলেছিলেন এই গায়ক। এখন তার প্রায় সব গানেই কোটি কোটি ভিউ। ২০২১ সাল থেকে দলে নিয়মিত আছেন তানজীব খান, ইয়ামীন প্রান্ত, প্রিয়ম মজুমদার, ইমরান হোসেন, ফরিদুল হক ও শামসুল আলম।

তাদের নিয়ে দেশে-বিদেশে গেয়ে চলেছে কুঁড়েঘর। প্রায় প্রতিদিন তারা দেশের নানা প্রান্ত থেকে যেমন ডাক পান, তেমনি বিদেশ থেকেও গান করার বায়না আসে। তাদের আমন্ত্রণ থাকা মানেই আয়োজকদের আলাদা প্রস্তুতি। কারণ, সেই কনসার্টে ছয়-সাত জেলার ভক্তরা এসে হাজির হন। শত শত ভক্ত তার সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকেন। ‘ময়নারে’, ‘সাত রাজার ধন’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’, ‘মধ্যবিত্ত’ গানগুলো শুনতে চান হাজার হাজার ভক্ত। এবার সেইসব গান শোনাতে সিঙ্গাপুরে যাচ্ছে কুঁড়েঘর। তাসরিফ নিজেই জানালেন এই তথ্য। এরই মধ্যে দল নিয়ে দেশটিতে পৌঁছেছেন তিনি।

তাসরিফ বলেন, ‘অনেক দিন পর দেশের বাইরে শো করতে এলাম। এখানে প্রবাসীদের সঙ্গে খুব ভালো সময় কাটবে আশা করছি।’

রবিবার (১২ জুন) সন্ধ্যায় কুঁড়েঘর পারফর্ম করবে সিঙ্গাপুরের তুয়াস সিডিপিল ডরমিটরিতে। কুঁড়েঘর ব্যান্ডের ভক্ত ও বাংলা গানের শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছেন তাসরিফ খান।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন