২৬ জুন ২০২৪, বুধবার



শুরু হলো স্বপ্নছায়ার ‘পথের ফুল স্কুল’

তাসনিম, স্বপ্নছায়া || ০৩ জুন, ২০২৩, ১১:০৬ এএম
শুরু হলো স্বপ্নছায়ার ‘পথের ফুল স্কুল’


রাজধানীর অবহেলিত পথশিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে ২ বছর আগে একটি স্কুল গড়ে তুলেছিল স্বপ্নছায়া ফাউন্ডেশন। স্বপ্নছায়া স্কুল নামে এতদিন পরিচালিত হলেও এখন থেকে এই স্কুলের নতুন নাম ‘পথের ফুল স্কুল’।

শুক্রবার (২ জুন) রাজধানীর শান্তিনগর এলাকায় পথের ফুল স্কুলের উদ্বোধন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন স্বপ্নছায়ার প্রতিষ্ঠাতা ও স্কুলের স্বপ্নদ্রষ্টা নাজমুস সাকিব। স্বপ্নছায়ার সহ-প্রতিষ্ঠাতা তাসনিম ফেরদৌসসহ বোর্ড টিম মেম্বার ও স্কুলের সদস্য এবং জেসিআই ঢাকা প্রিমিয়ারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্কুল কমিটি জানায়, স্বপ্নছায়ার উদ্যোগে চালু হওয়া এই পথের ফুল স্কুল প্রকল্পটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার নম্বর ৪ এং ১৭ এর ভিত্তিতে সুবিধাবঞ্চিত অবহেলিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে কাজ করবে।

স্বপ্নছায়ার সহ-প্রতিষ্ঠাতা তাসনিম ফেরদৌস বলেন, ‘সামাজিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের চ্যাপ্টার জেসিআই ঢাকা প্রিমিয়ারের সঙ্গে যৌথ উদ্যোগে স্কুলটি পরিচালনা করা হবে। ইতোমধ্যে এই স্কুলের মাধ্যমে বেশকিছু বাচ্চাকে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়েছে।’

ভবিষ্যতে এই স্কুলকে আরও অনন্য রূপ দেওয়ার ইচ্ছার কথা জানান স্বপ্নছায়ার প্রতিনিধিরা।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন