২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



সাভারে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জাবি সংবাদদাতা || ২৭ মে, ২০২৩, ১২:৩৫ পিএম
সাভারে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


সাভারে দুই বাসের রেশারেশিতে শিলা আক্তার (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন  ২ জন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রতক্ষ্যদর্শী জানান, বিশ্ববিদ্যালয়ের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে সেলফি পরিবহনের একটি বাস যাত্রী তুলছিলো। এসময় পেছনে থাকা অন্যএকটি সেলফি পরিবহনের বাস সামনেরটিকে পাশ কাটিয়ে যাচ্ছিল। এ সময় দুই বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল থেকে হযরত আলীসহ শিলা ও সুমাইয়া মাটিতে পড়ে গেলে চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন শিলা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, ‘দুই বাসের রেশারেশিতে এক জন নিহত হয়েছে। বাস দু’টি জাবির শিক্ষার্থীরা আটক করেছে।পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বলে বাস দু’টি থানায়ে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন