২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ভাবনার প্রতিভা

বিনোদন ডেস্ক || ২০ মে, ২০২৩, ০৬:৩৫ এএম
ভাবনার প্রতিভা


অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে জয় করেছেন অনেকের মন। অভিনয়ের বাইরে ভাবনার রয়েছে লুকানো প্রতিভা। অবসরে ছবি আঁকেন। লকডাউনের সময়ে ছবি আঁকা শুরু করেন। অভ্যাসটা এখনো ধরে রেখেছেন। শখের বশে তার আঁকাআঁকি শুরু। সময় পেলেই ছবি আঁকেন ভাবনা। দুবাইয়ে প্রদর্শনীতেও জায়গা পেয়েছে তার ছবি।

এছাড়া নিজের আঁকা ছবি নিয়ে দেশেও প্রদর্শনী করতে চান এ অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে সময় পেলেও আঁকতে বসেন ভাবনা। কোথাও বেড়াতে গেলেও রং-তুলি তার সঙ্গী। এবার এক দিনে ১২টি ছবি এঁকেছেন ভাবনা।

ছবি আঁকা নিয়ে ভাবনা বলেন, ‘ছবিগুলো আমার মুহূর্তে বাঁচার প্রমাণ। আমার মনে হয় আমি প্রতিদিন শিল্পে বাঁচতে চাই। তাই বসে থাকি না।’

বর্তমানে ‘এক্সকিউজ মি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন ভাবনা। সিনেমায় তার বিপরীতে আছেন জিয়াউল রোশান। কক্সবাজারে প্রথম লটের কাজ শেষ করেছেন। ঢাকায় চলছে দ্বিতীয় লটের কাজ। সিনেমাটি নির্মাণ করছেন রায়হান খান।

অন্যদিকে সেন্সর ছাড়পত্র পেয়েছে ভাবনা অভিনীত সিনেমা ‘দামপাড়া’।  এটি তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমা। ভাবনা অভিনয় করেছেন ফেরদৌসের বিপরীতে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দামপাড়া।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন