২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



মাদারীপুরে ৬ দোকান পুড়ে কোটি টাকার লোকসান

মাদারীপুর সংবাদদাতা || ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:১২ পিএম
মাদারীপুরে ৬ দোকান পুড়ে কোটি টাকার লোকসান


মাদারীপুরে আগুনে ৬ দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে পৌর এলাকার পুরান বাজারে এই আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তার এই তথ্য জানিয়েছেন।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে একটি কাঁচামালের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে সার, বীজ, মুদি দোকান, সুপারির গুদামসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়রা মিলে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, ফায়ার সার্ভিসের টিম ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। 

ঢাকা বিজনেস/মল্লিক/এনই/



আরো পড়ুন