২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



টেকনাফে ফের কলেজ ছাত্রসহ ৭ জনকে অপহরণ

কক্সবাজার সংবাদদাতা || ১৬ মার্চ, ২০২৩, ১০:৩৩ এএম
টেকনাফে ফের কলেজ ছাত্রসহ ৭ জনকে অপহরণ


কক্সবাজারের টেকনাফে ফের কলেজ ছাত্রসহ ৭ জনকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, অপহরণের শিকার ব্যক্তিরা হলেন জাহাজপুরা এলাকার জাফর আলমের ছেলে জাবরুল ইসলাম, বশির আহমেদের ছেলে ফজল করিম, ইসহাকের ছেলে গিয়াস উদ্দিন, হায়দার আলীর ছেলে রশিদ আলম, নজির আহমেদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে জাফর আলম ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম। তাদের মধ্যে গিয়াস উদ্দিন টেকনাফ ডিগ্রি কলেজের ছাত্র।

ইউপি সদস্য বলেন, 'প্রতিদিনের মতো সকালে জাহাজপুরা পাহাড়ের কাছে কেউ পানের বরজে, কেউ গরু নিয়ে আবার কেউ ক্ষেতে কাজ করতে যায়। এ সময় অস্ত্রধারী একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তাদের।’

ওসি জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। 

এর আগে, গত ১৮ ডিসেম্বর একই এলাকা থেকে স্থানীয় ৮ জনকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের বিনিময়ে তারা ছাড়া পান। এরপর, গত জানুয়ারি পার্শ্ববর্তী ইউনিয়ন হ্নীলা থেকে ক্ষেত পাহারা দেওয়ার সময় ৪ কৃষককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে .তারাও মুক্তিপণ দিয়ে ছাড়া পান। 

ঢাকা বিজনেস/ আনাম/এন/



আরো পড়ুন