২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



মাশরাফির সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা

ক্রীড়া ডেস্ক || ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম
মাশরাফির সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা


মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (১২ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ১২৫ রান করে অলআউট হয়ে যায় সিলেট। লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটকে ৪ উইকেটের ব্যবধানে হারায় ইমরুলের দল কুমিল্লা। এর মাধ্যমে বিপিএলের ইতিহাসে রেকর্ড টানা ১০ জয় তুলে নিয়েছে কুমিল্লা শিবির। আর চতুর্থবারের মতো শিরোপা ছুঁতে ফাইনালে চলে গেলো তারা।  

এবারের আসরে টানা ৩ হারে শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিটি কুমিল্লা। সেখান থেকে গ্রুপ পর্বে টানা ৯ জয় তুলে নিয়ে প্লে অফের মঞ্চে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় কুমিল্লা। 

এদিকে, ২০১২ সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চলমান আসর মিলিয়ে নবমবারের মতো মাঠে গড়াচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এরমধ্যে সবচেয়ে বেশি তিনবার শিরোপা জিতেছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২০১৫ সালে প্রথমবারের মতো বরিশাল বুলসকে হারিয়ে শিরোপা জিতে নেয় কুমিল্লা। এরপর ২০১৮ এবং সর্বশেষ ২০২২ সালের আসরে শিরোপা জেতে দলটি। চলতি আসরে চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম দল হিসেবে বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে ইমরুল কায়েসের দল।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন