সম্প্রতি দেশে ঘটে যাওয়া সন্ত্রাস, ডাকাতি, চুরি, ধর্ষণ, গুম ও খুনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাইম ইউনিভার্সিটির শিক্ষকও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) দুপুরে ইউনিভার্সিটির প্রধান ফটকে তারা এই মানববন্ধন করেন।
শিক্ষাক্ষরা বলেন, আমাদের সাধারণ জনগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মজীবী রিকশাচালক, ভ্যানচালক সব পেশার মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না। এখানে সেখানে চাঁদাবাজি, ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। তাহলে দেশের নিরাপত্তা কোথায়? আমরা ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই, সন্ত্রাসমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বলেন, দেশে চলমান গুম খুন ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন কেউ এমন জঘন্য কাজ আর করতে না পারে। আমরা একটা আইন চাই, যে আইনে তাদের মৃত্যুদণ্ড হবে। আমরা ইন্টিরিম গভর্মেন্টকে জানিয়ে দিতে চাই, দ্রুত এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিন।