২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার



এক ম্যাচ রেখেই সিরিজ জয় জ্যোতিদের

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ নভেম্বর, ২০২৪, ০৫:১১ পিএম
এক ম্যাচ রেখেই সিরিজ জয় জ্যোতিদের


এক ম্যাচ বাকি রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। ৫ উইকেটের জয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে ৪ পয়েন্ট বাড়িয়ে নিলেন তারা। ব্যাটারদের দারুণ ছন্দময় দিনে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৩ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে ৬ ওভার এক বল বাকি রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন ফারজানা হক পিংকি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন শারমিন আক্তার সুপ্তা। এ ছাড়াও ৪০ রান করেছেন অধিনায়ক জ্যোতি।

টস জিতে ব্যাট করতে এসে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। চতুর্থ ওভারে সুলতানা খাতুনের কিছুটা থেমে যাওয়া ডেলিভারিতে মিড উইকেটে ক্যাচ দেন ওপেনার গ্যাবি লুইস।

১১তম ওভারে এসে প্রথম বলে আরেক ওপেনার সারাহ ফোর্বসকে এলবিডব্লিউ করেন নাহিদা আক্তার। তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন এমি হান্টার ও ওর্লা প্রেন্ডারগাস্ট। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। ৯১ রান যোগ করতে দুজন মিলে খেলেন ১৪৪ বল। শেষ দিকে ছোট ছোট ইনিংসে দলকে লড়াইয়ের পথে নিয়ে যায় আইরিশরা। যদিও সিরিজ সমতায় ফিরতে তা যথেষ্ট নয়।



আরো পড়ুন