০২ ডিসেম্বর ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বগুড়া লেখক চক্র পুরস্কার গ্রহণ করলেন ৫ বিশিষ্টজন

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ নভেম্বর, ২০২৪, ০১:১১ পিএম
বগুড়া লেখক চক্র পুরস্কার গ্রহণ করলেন ৫ বিশিষ্টজন


কবি সম্মেলনের শেষ  দিনে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ বিশিষ্টজন গ্রহণ করলেন বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৪। শনিবার (৩০ নভেম্বর) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজনে অনুষ্ঠানে তারা এই পুরস্কার গ্রহণ করেন। 

পুরস্কার প্রদান পর্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ।  সভাপতিত্ব করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের। 

উপস্থিত ছিলেন উদ্বোধনী পর্বের প্রধান অতিথি সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আমিনুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মোতাহার হোসেন। 

এ বছর সম্মাননা প্রাপ্ত পাঁচ বিশিষ্ট ব্যক্তি হলেন প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, কথাসাহিত্যে দিলারা মেসবাহ,  কবিতায় জুয়েল মাজহার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘একান্নবর্তী’ সম্পাদক কবি শেলী সেনগুপ্তা ও গবেষণায় সানজিদা হক মিশু। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয়, সম্মাননাপত্র ও ক্রেস্ট  তুলে দেন প্রধান অতিথি। 

সম্মাননাপ্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। সম্মাননা পর্বটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলক পাল।

এর আগে ১ম পর্বে দিনের শুরুতেই কথা ও কবিতা পর্বে কবি মতিয়ার রহমানেরএর সভাপতিত্বে এবং অদিতি রায়ের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন এইচ আলিম, আমির খসরু সেলিম, ওয়ায়েজ রেজা, মাহাবুব টুটুল, হিরুণ্য হারুন, মাহমুদ কাওছার, সাফওয়ান আমিন, শাহাদত হোসেন, ড. শামীম আরা, রাহাত রিটু, আহমেদ জুয়েল, তাহমিনা শিল্পী, রাহেল রাজিব, নাহিদ হাসান রবিন, এইচ আলিম, আতাউর রহমান, পারভেজ বাবুল, শামসুদ্দিন হীরা,  মেহনাজ নূর, লিপি কাজী, অরণ্য খান,  দিলীপ ঘোষ, মারিয়া নূর, কমল কুজর, হারাণু পথিক, নিরঞ্জন হীরা, রিজভী হাসনাত, আশরাফুল নয়ন প্রমুখ। 

এরপর কবির উপস্থিতিতে কবিতা পাঠ পর্বে কবি মাহফুজ ফারুকের সঞ্চালনা ও কবি আলমগীর মালেকের সভাপতিত্বে কবি শেখ ফিরোজ আহমদ, অমিত রেজা  চৌধুরী, এমরান কবির, কামরুন নাহার কুহেলী, সিকতা কাজল, হিরণ্য হারুন, প্রতত সিদ্দিকী ও অনন্য রাসেলের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী অল পাল, গাজী আশা, প্রতত সিদ্দিকী, মাহফুজ ফারুক, সজীব কুমার।



আরো পড়ুন