১৪ অক্টোবর ২০২৪, সোমবার



ইসরায়েলি হামলায় এবার বিপ্লবী গার্ডের এক কমান্ডারও নিহত

আন্তর্জাতিক ডেস্ক || ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৯ পিএম
ইসরায়েলি হামলায় এবার বিপ্লবী গার্ডের এক কমান্ডারও নিহত


লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান নিহতের পাশাপাশি ইরানের রেভল্যুশনারি গার্ড করর্পসের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে শনিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরআনএ বলেছে, লেবাননে ইসরায়েলের যে হামলায় হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে, সেখানে আইআরজিসির ডেপুটি কমান্ডার ফর অপারেশনস জেনারেল আব্বাস নীলফরৌশানও নিহত হয়েছেন। তবে এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেয়নি সংবাদমাধ্যমটি।

গত শুক্রবার লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েলে। ওই হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে জানায়। তবে তাদের এ দাবি শুরুতে অস্বীকার কারলেও পরবর্তীতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ। 

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সন্ধ্যায় লেবাননে হিজবুল্লাহর ১৪০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বহু আবাসিক ভবনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এদিকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এর মাধ্যমে ‘উন্মাদ ইহুদিবাদী শাসকদের’ বর্বর চেহারা উন্মোচিত হয়েছে।

একই সঙ্গে তিনি ইসরায়েলকে ‘অপরাধী’ বলে অভিহিত করেন এবং বিশ্বের সব মুসলমানকে হিজবুল্লাহ ও লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।



আরো পড়ুন