১৪ অক্টোবর ২০২৪, সোমবার



ঝাল বাড়লো কাঁচামরিচের, টান পড়লো পকেটে

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৯ পিএম
ঝাল বাড়লো কাঁচামরিচের, টান পড়লো পকেটে


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ফের কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহ আগে (২২ সেপ্টেম্বর) প্রতিকেজি কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর ২৯ সেপ্টেম্বর কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। 

ক্রেতারা বলছেন, বাজারে আলু ছাড়া অন্য সবজির দাম মোটামুটি স্বাভাবিক আছে। কিন্তু হঠাৎ করে বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০ টাকা। আর বিক্রেতারা বলছেন, কয়েকদিনের বৃষ্টির কারণে ও ভারত থেকে কাঁচামরিচ আমদানি কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) হিলিবাজারে সবজি কিনতে আসা মো. শামসুল হক বলেন, ‘গত রোববার যে কাঁচা মরিচ কিনেছি ২০০ টাকা কেজি দরে, আজ সেই মরিচ কিনতে হলো ২৪০ টাকায়। কেজিতে ৪০ টাকা বেড়েছে।’ 

আরেক ক্রেতা মো. বাবু হোসেন বলেন, ‘কাঁচামরিচ একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। তরকারিসহ বিভিন্ন খাবার তৈরিতে কাঁচামরিচের প্রয়োজন পড়ে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি কাঁচামরিচের দাম বেড়েছে ৪০ টাকা করে। গেলো সপ্তাহে ২০০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।’ 

কাঁচামরিচ বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘কয়েকদিনের বৃষ্টির কারণে ও ভারত থেকে কাঁচামরিচ আমদানি কম হওয়ায় বাজারে  সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে। গত রোববার প্রতিকেজি কাঁচামরিচ ১৮০ টাকা কেজি দরে কিনে ২০০ টাকায় বিক্রি করি। আর আজ ২২০ টাকা কেজি দরে কিনে ২৪০ টাকাদরে বিক্রি করছি।’



আরো পড়ুন