১৪ অক্টোবর ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

ঘুম

উম্মে হাবিবা তাসমিয়া || ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৯ পিএম
ঘুম


ঘুম তোমাকে এবার আমি 
করছি হুঁশিয়ার, 
পড়ালেখা সময় তুমি 
আসবে নাকো আর। 

যখন আমি গল্প করি 
পাই না তোমার খোঁজ, 
আমি যখন পড়তে বসি 
তুমি আসো রোজ। 

তুমি আমার পড়ার সময় 
আসবে না কো আর, 
পড়ার সময় এলে তোমায় 
করবো তিরস্কার।

তুমি আমার রাতের সঙ্গী, 
আসবে গভীর রাতে। 
চলে যাবে আবার তুমি, 
প্রিয়-ফজর প্রাতে।



আরো পড়ুন