১৪ অক্টোবর ২০২৪, সোমবার



এপিরাস-দেবশ্রী অন্তরার নতুন মিউজিক ভিডিও ‘তুমি ছাড়া’

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৯ পিএম
এপিরাস-দেবশ্রী অন্তরার নতুন মিউজিক ভিডিও ‘তুমি ছাড়া’


বহুল প্রতীক্ষিত মিউজিক ভিডিও ‘তুমি ছাড়া’ এখন বাজারে। জনপ্রিয় ইডিএম ডুও এপিরাস ও দেবশ্রী অন্তরার নতুন ট্র্যাক অফিসিয়ালি মুক্তি পেয়েছে। শেখ সামী মাহমুদ রচিত ও সুরারোপিত  গানটি আবেগময় গভীরতা ও এপিরাসের স্বতন্ত্র ইলেকট্রনিক বিটের মিশ্রণ ঘটিয়েছে। এই গানটি তাদের ভিন্নধর্মী মিউজিক্যাল প্রজেক্টগুলোর ধারাবাহিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

সৃষ্টির প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে শেখ সামী মাহমুদ বলেন, ‘এটি আমাদের জন্য বেশ ব্যতিক্রমী একটি গান, কারণ সাধারণত এপিরাস যে ধরনের গান তৈরি করে, তা থেকে এটি আলাদা। তবে অন্তরার গায়কী গানটিকে পুরোপুরি ন্যায় দিয়েছে এবং এর গভীর আবেগকে দারুণভাবে প্রকাশ করেছে।’

গানটি নিয়ে দেবশ্রী অন্তরা বলেন, ‘‘এই গানটিতে আবেগের এতটাই বৈচিত্র্য রয়েছে যে, শ্রোতারা তাদের মানসিক অবস্থার উপর ভিত্তি করে 'তুমি ছাড়া'-এর অর্থ ও বার্তা ভিন্নভাবে অনুধাবন করতে পারবেন। আমি গানটি গাওয়ার সময় বিভিন্ন আবেগ অনুভব করেছি।’’

শেখ শফি মাহমুদ বলেন, ‘‘আমরা 'তুমি ছাড়া'-এর মাধ্যমে এক নতুন, নরম এবং সুরেলা ঘরানায় পরীক্ষা-নিরীক্ষা করেছি। আমরা মনে করি, অন্তরা অসাধারণ পারফরম্যান্স দিয়েছে। এটি আমাদের সাপ্তাহিক রিলিজগুলোর ধারাবাহিকতার একটি অংশ এবং সামনে আরও চমকপ্রদ গান আসছে। অপেক্ষায় থাকুন!’’

‘তুমি ছাড়া’ গানটিতে অন্তরার বহুমুখী শিল্পশৈলী প্রকাশিত হয়েছে, যা তার আসন্ন একক প্রজেক্টগুলোর জন্য মঞ্চ তৈরি করছে। এপিরাসের মোহনীয় ইডিএম উপাদানের সাথে মিলিয়ে গানটি মিউজিক চার্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাপী শ্রোতারা এখন সকল প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে "তুমি ছাড়া" মিউজিক ভিডিও উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, টাইডাল, অ্যামাজন মিউজিক এবং আরও অনেক কিছু। 



আরো পড়ুন