২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার



চলছে পল্লী বিদ্যুতের লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহকেরা

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৯ এএম
চলছে পল্লী বিদ্যুতের লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহকেরা


দিনাজপুরের হিলিতে হিলিতে পল্লী বিদ্যুতের লোডশেডিং চলছে বিরতিহীন। এতে ক্ষুব্ধ হয়েছে উঠেছেন গ্রাহকেরা। এলাকাবাসী বলছে, হিলিতে দিনে-রাতে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ যাওয়া আসা করছে। এতে টিভি, ফ্রিজ, এসিসহ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। এছাড়া তীব্র গরম ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপন্ন হয়ে উঠেছে। 

আর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, সারাদেশেই একই অবস্থা চলছে। হিলিতে চাহিদা অনুযায়ী বিদুৎ না পাওয়ায় লোডশেডিং বেড়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া গেলে আর লোডশেডিং থাকবে না। 

হিলির পল্লী বিদ্যুৎ গ্রাহক আব্দুর রহিম বলেন, ‘হিলিতে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। দিনরাত ২৪ ঘণ্টায় ১০ ঘণ্টার মতো বিদ্যুৎ পাওযা যায়। যে কারণে আমরা ফ্রিজ,টিভি, এসিসহ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে শঙ্কায় আছি। বিদ্যুৎ অফিসের ফোন করলে বলে জাতীয় গ্রিডে সমস্যা। এ জন্য নাকি লোডশেডিং বেড়েছে। কিন্তু এভাবে আর কত দিন?’ 

আরেক গ্রাহক মো. মোসলেম উদ্দিন বলেন, ‘আমরা যারা পুরুষ মানুষ, তারা হয়তো বাইরে ঘোরাফিরা করতে পারছি। কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন বৃদ্ধ, নারীসহ শিশুরা। তারা তো আর বাড়ি থেকে বের হতে পারেন না।’

মোসলেম উদ্দিন আরও বলেন, ‘মাস শেষে ঠিকই বিল নিচ্ছে। কিন্তু আমরা চাহিদা মতো বিদুৎ পাচ্ছি না। তারপর এই মাসে গেলো মাসের চেয়ে বিল অনেক বেশি এসেছে। শোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে উঠছেন গ্রাহকেরা।’ 

পল্লী বিদ্যুৎ হিলি সাব জোনাল অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার ঢাকা বিজনেসকে বলেন, ‘শুধু হিলি নয়। সারাদেশেই একই অবস্থা চলছে। হিলিতে প্রতিদিন বিদ্যুতের চাহিদা সাড়ে ৬ মেগাওয়াট। কিন্তু পাচ্ছি মাত্র ৩ থেকে সাড়ে ৩ মেগাওয়াট। অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি না। আর কয়েকদিন পর হয়তো এ সমস্যা কাটিয়ে উঠতে পা।’




আরো পড়ুন