১৪ অক্টোবর ২০২৪, সোমবার



ক্যাম্পাস
প্রিন্ট

এক দোকান থেকেই ‘লক্ষাধিক টাকা বাকি’ ছাত্রলীগ নেতার!

বাকৃবি প্রতিনিধি, ময়মনসিংহ || ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৯ এএম
এক দোকান থেকেই ‘লক্ষাধিক টাকা বাকি’ ছাত্রলীগ নেতার!


এক দোকানেই ১ লাখ ৭ হাজার টাকা বাকি করেছেন বলে অভিযোগ উঠেছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের বিরুদ্ধে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে অবস্থিত আউয়াল স্টোরের মালিক মো. আব্দুল আউয়াল এই বিষয়ে অভিযোগ করেন। 

দোকানি মো. আব্দুল আউয়াল বলেন, ‘চলতি বছরের প্রথম রমজানের দিনে প্রায় ৮০ হাজার টাকার পণ্য বাকি নিয়েন তায়েফ রিয়াদ ও তার অনুসারীরা। এ সময় তারা প্রায় ৬০ হাজার টাকার সিগারেট, তিন ফ্রিজের কোল্ড ড্রিঙ্কস ও চা পান করেছেন। এ নিয়ে সর্বমোট ১ লাখ ৭ হাজার টাকা বাকি করেছেন সভাপতি। এরপর আমি সভাপতির কাছে টাকা চাইলেও টাকা দেয়নি তিনি এবং ৫ আগস্ট সরকার পতনের পর সভাপতির সঙ্গে কোনো যোগাযোগই করা যাচ্ছে না।’

আব্দুল আউয়াল যোগ করেন, ‘প্রথম রমজানের আগের দিন আমি ১ লাখ ২৫ হাজার টাকা ঋণ নিয়ে দোকানে জিনিসপত্র তুলি। তারপর দিনেই সভাপতি রিয়াদ ও তার অনুসারীরা আমার দোকানে বাকি করেন। আমি একেবারেই শেষ হয়ে গেছি। আশা করি সবাই সহযোগিতা করলে আমি আমার টাকা ফেরত পাবো।’

অভিযোগের বিষয়ে বাকৃবির ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘প্রথম রমজানের দিনে বাকৃবিতে গণ্ডগোল হয়। ওই গণ্ডগোলের পর আমরা আউয়াল ভাইয়ের দোকানে যাই এবং কিছু টাকা বাকি হয়। আউয়াল ভাই আমার কাছে ৩০ হাজার টাকা পান। আমি তার পাওনা টাকা পরিশোধ করে দেবো। তবে আউয়াল ভাই আমার ওপর ১ লাখ ৭ হাজার টাকা বাকির যে অভিযোগ দিচ্ছেন, তা একেবারেই ঠিক নয়।’

ঢাকা বিজনেস/আসিফ/



আরো পড়ুন