২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার



গুণ কমেছে বেগুনের, কেজিতে ২০ টাকা

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৯ এএম
গুণ কমেছে বেগুনের, কেজিতে ২০ টাকা


দিনাজপুরের হিলিতে একসপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের সবজির দাম। বেগুন, ঢেঁড়শ, পটলসহ সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। ক্রেতারা বলছেন, এখন একটু সবজি কিনে স্বস্তি পাচ্ছেন। গেলো সপ্তাহে  শুক্রবার (৩০ আগস্ট)  যেসব সবজি কিনেছেন ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে, ৬ সেপ্টেম্বর  সেসব সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। 

বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম ছিল। তাই আমাদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়েছে। এ সপ্তাহে দাম কমেছে। তাই তারাও  কম দামে বিক্রি করছেন। 

শুক্রবার হিলিবাজারে কথা হয় সবজি কিনতে আসা মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘সবজির দাম একটু কমেছে। গত শুক্রবার যে কচু কিনি ৬০ টাকা কেজি দরে, আজ  ২০ টাকা কমে ৪০ টাকায় কিনলাম। এভাবে প্রতিটি সবজির দাম কেজিতে  ১০ থেকে ২০ টাকা কমেছে।’

আরেক ক্রেতা হাফিজুর রহমান বলেন, ‘এখন একটু সবজি কিনে স্বস্তি পাচ্ছি। গত শুক্রবার প্রতি কেজি পটল ৪০ টাকায় কিনেছি। আজ কেজিতে ১০ টাকা  কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।’ 

হাফিজুর রহমান আরও  বলেন, ‘একইভাবে কমেছে বেগুনসহ ঢেঁড়শের দাম। ৬০ কেজি দরের বেগুন আজ বিক্রি হচ্ছে ৪০ থেকে  টাকা দরে।’ 

হিলিবাজারের সবজি বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, ‘গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সবজি সরবরাহ একটু বেড়েছে। তাই দামও কমে এসেছে। গত সপ্তাহে ৫০ টাকা কেজি করে বেগুন কিনে ৬০ টাকা কেজি দরে বিক্রি করি। আর আজ শুক্রবার ৩০ থেকে ৪০ টাকা  কেজি দরে কিনে ৫০ টাকা দরে বিক্রি করছি। বাজারে সরবরাহ বাড়লে দাম আরও  কমে আসবে।’

 



আরো পড়ুন