ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ঈদসামগ্রী দিলেন সিআইপি শামীম


ময়মনসিংহ সংবাদদাতা , : 03-04-2024

ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ঈদসামগ্রী দিলেন সিআইপি শামীম

ঈদ আসতে বাকি আছে প্রায় এক সপ্তাহ। সবাই প্রস্তুতি নিচ্ছে ঈদ উদযাপনের। তাই সাধারণ মানুষ যাতে ঈদের সামগ্রী কমমূল্যে ক্রয় করতে পারেন, সেই উদ্দেশ্যে উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম সিআইপি। বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় ময়মনসিংহ নগরীর কালী শংকর গুহ রোডে ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রি করেন তিনি।   

এই সময় শামীম বলেন, ‘ঈদের আগে মানুষের জন্য কিছু করার প্রয়াসেই আমাদের এমন উদ্যোগ। মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. এহতেশামুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিনিধি নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর সাহা,জেলা যুবলীগের সদস্য কাজী আশরাফুল ইসলাম মিল্টন, মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন,  মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মো. নওশেল আহমেদ অনি, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন আলম প্রমুখ। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com