আর্জেন্টিনার জালে ব্রাজিলের পাঁচ গোল


ক্রীড়া ডেস্ক , : 04-03-2024

আর্জেন্টিনার জালে ব্রাজিলের পাঁচ গোল

সাম্প্রতিক সময়ে ব্রাজিল জাতীয় দলের পারফরম্যান্স ভালো না গেলেও দারুণ সাফল্য পাচ্ছে ব্রাজিল বীচ সকার দল, নারী দলসহ যুব দল। ২০২৪ নারী কনকাকাফ গোল্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

লস অ্যাঞ্জেলসের বিএমও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল নারী ফুটবল দলের পক্ষে গোল করেন ইয়াসমিন, ভিক্টোরি ইয়ায়া, বিয়া জানেরাত্তু (২টি) এবং গাবি নুনেজ। সেমিফাইনালে মেক্সিকো-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে লড়বে ব্রাজিল। 

ম্যাচে প্রথম গোলের জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে ১৮ মিনিট পর্যন্ত। বিয়া জানেরাত্তুর ক্রস থেকে ইয়ায়ার গোলে ১-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৩৫তম মিনিটে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন ইয়াসমিন। বাঁ পায়ের জোরালো শটে আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। 

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে ব্রাজিল। ম্যাচের ৫৩ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন জানেরাত্তু। গাবি নুনেজ ব্রাজিলের পক্ষে চতুর্থ এবং জানেরাত্তু পঞ্চম গোলটি করেন। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন দোস সান্তোসদ। 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com