ইঞ্জিন বিকলের ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চালু


টাঙ্গাইল সংবাদদাতা , : 29-02-2024

ইঞ্জিন বিকলের ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চালু

টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিন বিকল ট্রেনটি সরিয়ে নেওয়ায় বেলা সাড়ে ১১ টার দিকে  স্বাভাবিক হয়। টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনর্চাজ আলী আকবর এই তথ্য নিশ্চিত করেন। 

এর আগে ওই কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশনে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় ট্রেনটি পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৪ ঘণ্টা পর ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি ঘারিন্দা নিয়ে যাওয়া হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, ‘ইঞ্চিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। প্রায় ৪ ঘণ্টা পর উদ্বার করা হলো। ট্রেন চলাচলে আর কোনো সমস্যা নেই।’ 

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনর্চাজ বলেন, ‘গত বছরের ১৬ নভেম্বর ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়য়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ট্রেন মেরামত করে চলাচল করলেও মাঝে-মধ্যে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।’ 

ঢাকা বিজনেস/নোমান/ 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com