হাকিমপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


দিনাজপুর প্রতিনিধি , : 24-02-2024

হাকিমপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

দিনাজপুরের হাকিমপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নমেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ) বিকলে সাড়ে ৪ টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ এবং উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি অমিত রায়।

এ সময় হাকিমপুর পৌরসভার মো. মেয়ার জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান মো. শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি মো. সোহরাব হোসেন মল্লিক, সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. কাহের উদ্দিন মন্ডলসহ অনেকে উপস্থিত

ছিলেন। উদ্বোধনী খেলায় গাইবান্ধার পলাশবাড়ি ও দিনাজপুরের ফুটবল দল অংশ গ্রহন করেন।

হাকিমপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমিত রায় ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা হাকিমপুরের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন সময় বিভিন্ন নামে ব্যাটমিন্টন, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হলো। এ ধারা অব্যাহত থাকবে।’

ঢাকা বিজনেস/বুলু/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com