ভেনেজুয়েলায় স্বর্ণের খনিতে ধস, নিহত ২৩


আন্তর্জাতিক ডেস্ক , : 22-02-2024

ভেনেজুয়েলায় স্বর্ণের খনিতে ধস, নিহত ২৩

ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে অবৈধভাবে পরিচালিত স্বর্ণের খনিতে ধসের ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ধসের সময় কয়েক ডজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তা ইওরগি আর্কিনিগা বুধবার সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, বলিভার রাজ্যের গভীর বনে বুল্লা লোকা নামে পরিচিত উন্মুক্ত খনি থেকে প্রায় ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

বেসামরিক সুরক্ষাবিষয়ক উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন এবং একটি বড় ধরনের হতাহতের কথা উল্লেখ করেছেন, যদিও তিনি সুনির্দিষ্ট কোনও সংখ্যা দেননি। 

ভিডিওটিতে দেখানো হয়েছে, একটি উন্মুক্ত খনির পানিতে কর্মরত শ্রমিকদের উপর ধীরে ধীরে মাটির একটি দেয়াল ধসে পড়ে।কেউ কেউ পালিয়ে যেতে পারলেও অনেকে মাটিচাপা পড়েন। কর্মকর্তাদের মতে, কমপক্ষে দুই'শ শ্রমিক ওই সময় খনিতে কাজ করছিলেন। যা কাছের শহর লা প্যারাগুয়া থেকে সাত ঘণ্টার নৌযাত্রা। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com