গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮,৯৮৫


আন্তর্জাতিক ডেস্ক , : 18-02-2024

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮,৯৮৫

ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলাকালে অবরুদ্ধ এ ভূখণ্ডে কমপক্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯৮৫ জনে দাঁড়িয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১২৭ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৮ হাজার ৯৮৫ জনে দাঁড়ালো। এতে আরও বলা হয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৮ হাজার ৮৮৩ জন আহত হয়েছে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com