ভালোবাসা দিবসে ভিসতা টিভি দিচ্ছে ডাবল ডিসকাউন্ট


স্টাফ রিপোর্টার , : 14-02-2024

ভালোবাসা দিবসে ভিসতা টিভি দিচ্ছে ডাবল ডিসকাউন্ট

বিশ্ব ভালোবাসা দিবসে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় অ্যারিস্টক্র্যাট ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিসতা দিচ্ছে ডাবল ডিসকাউন্ট। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দেশীয় এই ব্র্যান্ড তাদের তৈরি টেলিভিশনে দিচ্ছে ১৪%+১৪%=২৮% ডিসকাউন্ট। এই সুযোগ শুধু বুধবার ভালোবাসা দিবসেই মিলবে।

মেলার সাধারণ দিনগুলোয় ভিসতা ২০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করছে বিভিন্ন সাইজের অ্যান্ড্রয়েড টিভি।  ভিসতা ইলেক্ট্রনিকস-এর বিক্রয়কর্মী ফারজানা শারমিন উর্মী ঢাকা বিজনেসকে বলেন, ‘ভিসতার প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনাথীর  ভিড় বেড়েছে। বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। ভিসতার বড় পর্দার টিভির চাহিদা যথেষ্ট রয়েছে।’ 

ভিসতার হেড অব সেলস তানভীর রেজা জিহাদ বলেন, ‘আমাদের বড় পর্দার অর্থাৎ ৮৬ ইঞ্চি টিভির চাহিদা বেশি।  আমরা সাধারণ দিনগুলোয় ক্রেতাদের জন্য ২০ শতাংশ ডিসকাউন্টে টিভি সেল করছি। তবে, আজ বিশ্ব ভালোবাসা দিবস যেহেতু ১৪ তারিখ, সেহেতু ১৪ সংখ্যার ডাবল ধামাকা হিসাসে ১৪+১৪=২৮ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছি আমরা।’


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com