টাঙ্গাইলে তাপমাত্রা ৮.৯ ডিগ্রি, প্রাথমিক-মাধ্যমিকের বিদ্যালয় বন্ধ


টাঙ্গাইল প্রতিনিধি , : 22-01-2024

টাঙ্গাইলে তাপমাত্রা ৮.৯ ডিগ্রি, প্রাথমিক-মাধ্যমিকের বিদ্যালয় বন্ধ

টাঙ্গাইলে শীতের তীব্রতা বেড়েই চলছে। জেলায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সোমবার (২২ জানুয়ারি)। এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৮.৯ ডিগ্রি নামায়  মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। 

জেলা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। সোমবার টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮.০৯ ডিগ্রি সেলসিয়াস।  

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রাথমিকে জেলায় মোট ১ হাজার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে ৪ লাখ ৩২ হাজার। মাধ্যমিক ৮২৪ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯৬৩ জন। 

টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া, কাগমারা, এনায়েতপুর, বাঘিল ইউনিয়নের দুরিয়াবাড়ী, ধরেরবাড়ী, টাবলাপাড়া, যুগনী, দাইন্যা ইউনিয়নের বাউসা, বাইমাইল ও পোড়াবাড়ী ইউনিয়নের খাড়জানাসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, প্রতিটি এলাকায়ই উত্তরের তীব্র ঠাণ্ডা বাতাস বইছে। শীতের কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আবার কেউ কেউ গরম পোশাক পরে গন্তব্যে যাচ্ছেন।  অনেককেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।

টাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, ‘দিন দিন টাঙ্গাইলের তাপমাত্রা কমছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এ অবস্থায় থাকবে।’

জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, ‘জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় আগামীকাল মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারের আবহাওয়া পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, ‘আগামীকাল মঙ্গলবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কলেজ পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলবে।’  

ঢাকা বিজনেস/নোমান/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com