শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হিলির জনজীবন


আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) , : 22-01-2024

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হিলির জনজীবন

শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের হিলির জনজীবন। প্রচণ্ড শীতে কাতর হয়ে পড়েছেন বৃদ্ধ ও ছিন্নমূল মানুষেরা। কাজে যেতে পারছেন না কর্মজীবীরা। রাস্তাঘাট প্রায় জনশূন্য। কেউ কেউ কাজের খোঁজে বের হলেও কাজ না পেয়ে অলস সময় পার করছেন। এদিকে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালের বহির্বিভাগে। সোমবার ( ২২ জানুয়ারি) দিনাজপুরের হিলিতে ৮ দশমিক ২ সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। 

স্থানীয় দোকানদান মো. হবিববর রহমান বলেন, ‘কয়েকদিন ধরেই হিলি শৈত্যপ্রবাহ চলছে। সৃর্যের দেখা মিলছে না। প্রচণ্ড ঠাণ্ডায় হাত-পা কুঁকড়ে আসছে। দোকানেও বসে থাকা যাচ্ছে না। সকাল থেকে দোকান খুলে বসে আছি। শীতের কারণে কাঙ্ক্ষিত ক্রেতা আসছেন না। ’

শ্রমিক মো. মাহাবুব হোসেন বলেন, ‘শীতের কারণে কর্মস্থলে যেতে দেরি হচ্ছে। শীতের কারণে ঠিকমতো কাজ করা যাচ্ছে না। তারপরও জীবিকার তাগিদে কাজে যেতে হচ্ছে।’ 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ড. সুলতান মাহমুদুল হাসান ঢাকা বিজনেসকে বলেন, ‘শৈত্যপ্রবাহের কারণে প্রতিদিন বহির্বিভাগে ১০০ থেকে ১৫০ জন  শীতজনিত রোগী চিকিৎসা নিচ্ছেন। অনেকে সর্দি, কাশি, গলা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ’

ডা. সুলতান মাহমুদুল হাসান আরও বলেন, ‘শীতের সময় এসব রোগের প্রকোপ বেশি দেখা দেয়। তাই সবাইকে সাবধানে চলাচল করতে হবে।’

এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার দিনাজপুরের হিলিতে ৮ দশমিক ২ সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আর বাতাসের আদ্রতা ৯০ শতাংশ। 

/ঢাকা বিজনেস/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com