হিলিতে বই বিতরণী উৎসব


হিলি (দিনাজপুর) প্রতিনিধি , : 01-01-2024

হিলিতে বই বিতরণী উৎসব

নতুন বছরের প্রথমদিনে দিনাজপুরের হিলিতে নতুন শিক্ষার্থীদের বই বিতরণী উৎসবের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১  জানুয়ারি) সকাল ১০ টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বই বিতরণের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। 

এ উপলক্ষে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোন্তাফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।  পরে শিক্ষার্থীদের নতুন বই তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ঢাকা বিজনেসকে বলেন , ‘৪৬টি প্রাথমিক ও ৭৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়েছে।’

ঢাকা বিজনেস/বুলু/এনই 




উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com