ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪


ঢাকা বিজনেস ডেস্ক , : 25-12-2023

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪

ময়মনসিংহের শম্ভুগঞ্জে বালুবোঝাই ট্রাককে ট্রেন  ধাক্কা দিলে চারজন নিহত হন। এ ঘটনায় ভৈরব-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।   ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর রেলক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় একটি বালু বোঝাই ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ট্রাকটি ছিটকে পড়ে। এ ঘটনায় ট্রেনটি প্রায় ১ কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। আহতদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। 

ওসি আরও জানান, আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com