হিলিবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


হিলি (দিনাজপুর) করেসপন্ডেন্ট , : 25-12-2023

হিলিবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

খ্রিষ্টান ধর্মাম্বল্বীদের বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সোমবার ( ২৫ ডিসেম্বর) হিলি কাস্টমস সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত এই তথ্যটি নিশ্চিত করেন।

জামিল হোসেন বলেন, ‘আজ সোমবার খ্রিষ্টান ধর্মাম্বল্বীদের বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে সরকারি ছুটি। তাই হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে ফের আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে। 

এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন,‘শুভ বড়দিন উপলক্ষে সোমবার হিলিবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’ 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com