ইবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার সম্পাদক মামুন


ইবি সংবাদদাতা , : 20-12-2023

ইবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার সম্পাদক মামুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর সভাপতি পদে প্রফেসর ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মামুনুর রহমান নির্বাচিত হয়েছেন। বুধবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মিজানুর রহমান।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ , যুগ্ম সম্পাদক প্রফেসর ড. ধনজ্ঞয় কুমার  ও কোষাধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম আব্দুল্লাহ। 

এছাড়া সদস্যরা হলেন প্রফেসর ড. শাহাজাহান মন্ডল , প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া , প্রফেসর ড. আনিছুর রহমান, সহযোগী অধ্যাপক কে. এম. শরফুদ্দিন, সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মাজেদুল হক, প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান, সহকারী অধ্যাপক সাহিদা আখতার , প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ও প্রফেসর ড. দেবাশীষ শর্মা (১১১ ভোট)।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৪০৮ জন ভোটারের মধ্যে ২৮২ জন ভোটাধিকার প্রদান করেন। এর মধ্যে ৬ টি ভোট বাতিল হয়। 

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com