যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু আর নেই


ছাবেদ সাথী, যুক্তরাষ্ট্র , : 07-12-2023

যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু আর নেই

যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান সালু মারা গেছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর)  স্থানীয় সময় ভোর পৌনে ৫টার দিকে নিউজার্সির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছি ৭৫ বছর। 

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত সপ্তাহে নিমোনিয়ায় আক্রান্তের পর নিউজার্সির প্যাসিক সিটির হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি নিউজার্সির প্যাসিক সিটিতে বসবাস করতেন।

আন্তর্জাতিক ফারাক্কা কমিটির ও যুক্তরাষ্ট্রের ফোবানা’র সাবেক চেয়ারম্যান ছিলেন আতিকুর রহমান সালু। চলতি বছরের মাঝামাঝি তার ক্যান্সার রোগ ধরা পড়ে। এরপর থেকেই তার চিকিৎসা চলছিলো ও তিনি চিকিৎসকের পরামর্শে নিয়মতি কেমো নিচ্ছিলেন। গত সপ্তাহে তিনি নিমোনিয়ায় আক্রান্ত হলে গত ৩০ নভেম্বর শনিবার তাকে নিউজার্সির প্যাসিক সিটির একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

বর্ণাঢ্য জীবনের অধিকারী প্রয়াত আতিকুর রহমান সালু ১৯৪৮ সালে টাঙ্গাইলে জন্ম গ্রহন করেন সনে। হাই স্কুলের শেষ টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী করটিয়া কলেজ (বর্তমানে সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ) ছাত্র সংসদের এজিএস ও সেখান থেকে গ্র্যাজুয়েশন ও পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও পরবর্তীতে আইনে ডিগ্রী লাভ।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com