রোববার লেনদেনে ফিরবে ১৬ কোম্পানি


স্টাফ রিপোর্টার , : 23-11-2023

রোববার লেনদেনে ফিরবে ১৬ কোম্পানি

রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকার পর আগামী রোববার (২৬ নভেম্বর) লেনদেনে ফিরবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি।সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো: হাক্কানি পাল্প, ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, এমবি ফার্মা, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সাফকো স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল, জাহিন স্পিনিং, তশরিফা, এসকে ট্রিমস, সিমটেক্স, অলিম্পিক এক্সেসরিজ, জিপিএইচ ইস্পাত, ফরচুন সুজ এবং ডেসকো। 

রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বৃস্পতিবার ২৩ নভেম্বর বন্ধ রয়েছে। রেকর্ড ডেটের পর ২৬ নভেম্বর কোম্পানিগুলো লেনদেনে ফিরবে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com