আখাউড়া স্থলবন্দরে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , : 15-11-2023

আখাউড়া স্থলবন্দরে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু

কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিন আমদানি রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালের দিকে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে সোমবার একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাসের সই করা এক চিঠিতে এ বন্ধের বিষয়টি জানানো হয়েছিল। একদিনের ছুটি শেষ করে মঙ্গলবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া বলেন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আখাউড়া স্থলবন্দর একদিনের জন্য বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক ছিল।

ঢাকা বিজনেস/আজহার/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com