বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকার ড্যাশিং ওপেনার কুইন্টন ডি কক। মাত্র ১০৩ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছেন তিনি।
চলতি ওয়ানডে বিশ্বকাপে এটি তার চতুর্থ সেঞ্চুরি। ইনিংসের ছত্রিশতম ওভারের শেষ বলে বোলার নিশামকে ছক্কা মেরে ১০০ রানে পৌঁছেন ডি কক। ইনিংসের ৪০তম ওভারের শেষ বলে ১১৪ রান (১১৬ বল) করে আউট হন তিনি। দলীয় রান তখন ২৩৮।
বিশ্বকাপে নভেম্বরের প্রথম দিনের ম্যাচে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। শুরুতে একটি উইকেট পেলেও পরের অংশ অনেকটা হতাশার নিউজ্যিলান্ডে জন্য। ৪০ ওভারের শেষ বলে এসে দ্বিতীয় উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২৪২ রান।
/ঢাকা বিজনেস/