পাকিস্তানকে ২০৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 31-10-2023

পাকিস্তানকে  ২০৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।  ফিফটির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন লিটন- সাকিব। রিয়াদের ফিফটি আশা জাগালেও বড় স্কোর গড়তে পারেননি তিনি। শেষ দিকে আর কোনো ব্যাটার দলের হাল ধরতে না পাড়ায় অল্প রানে গুটিয়ে গেলো বাংলাদেশ।

কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বোলিং তোপে ৪৫.১ ওভার শেষে সব উইকেট হারিয়ে ২০৪ রান করে টাইগাররা। ফলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২০৫ রান।

মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ তামিম ও লিটন দাস। ম্যাচের প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে শূন্য রানে ফিরে গেছেন তানজিদ তামিম। এর পর ক্রিজে এসে ব্যর্থ হয়েছেন নাজমুল শান্ত। তিনি ফেরেনে মাত্র ৪ রানে। দুজনকেই ফেরান শাহিন আফ্রিদি। 

চারে নামা মুশফিকুর রহিম ৫ রানের বেশি করতে পারেননি। ২৩ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন-রিয়াদের ব্যাটে বিপর্যয় সামলে এগোতে থাকে বাংলাদেশ। দুজনে গড়েন ৭৯ রানের জুটি। এর পরই আউট হন লিটন। এসময় তিনি করেন ৪৫ রান।

সঙ্গী ফিফটি করতে না পারলেও ঠিকই মাইলফলকে পৌঁছেছেন রিয়াদ। হারিস রউফের বলে সিঙ্গেল নিয়ে ৫৯ বলে ফিফটি পূরণ করেন এ ব্যাটার। ফিফটির পর ইনিংস বেশিদূর নিতে পারেননি তিনি। শাহিনের বলে বোল্ড হওয়ার আগে করেন ৫৬ রান।

শেষদিকে সাকিব ছাড়া কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। তার ৪৩ রানের ইনিংসের সমাপ্তি ঘটে হারিস রউফের শর্ট বলে। চলতি আসরে ছয় ম্যাচে পঞ্চমবার শর্ট বলে আউট হলেন টাইগার অধিনায়ক। এর পর ২৫ রানে ফেরেন মেহেদী মিরাজ। তার বিদায়ের পর  দলের আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
ঢাকা  বিজনেস/এমএ/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com