আফগানিস্তানের কাছে পাকিস্তানের লজ্জার হার


স্পোর্টস ডেস্ক , : 23-10-2023

আফগানিস্তানের কাছে পাকিস্তানের লজ্জার হার

মাত্র ২ উইকেট খরচ করে ৬ বল হাতে থাকতেই পাকিস্তানের বিপক্ষে জিতে গেলো আফগানিস্তান। বলা চলে ইনিংসজুড়ে অসহায়ের মতো হেরে যাওয়া হজম করা ছাড়া কোনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব ছিল না পাকিস্তানের।  

তবে, এই বিশ্বকাপে আরেকটি ম্যাজিক দেখিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে তারা। 

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ২২তম ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন বাবর আজম। ওপেনার আবদুল্লাহ শফিক করেন ৫৮ রান। এদিকে, আজকের ম্যাচে বোলিংয়ে আফগানিস্তানের হয়ে ৪৯ রানে ৩ উইকেট শিকার করেন চায়নাম্যান নূর আহমেদ।

এরপর ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনারদের পর টপ অর্ডারের ব্যাটারদের নৈপুণ্যে ৪৯ ওভারেই সহজ জয় পায় আফগানিস্তান। চলতি আসরে ইংল্যান্ডকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে জয়ে সেমির পথে একধাপ আগালো রশিদ-নবীর দল।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com