নির্বাচনের আগে ষড়যন্ত্র নিয়ে চিন্তা করবেন না: প্রধানমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 11-10-2023

নির্বাচনের আগে ষড়যন্ত্র নিয়ে চিন্তা করবেন না: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনের আগে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জনগণ তাদের ম্যান্ডেট নিয়ে সবসময় আমাদের পাশে আছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন,‘আমাকে রক্ষা করতে উপরে আল্লাহ্ আছেন আর মাঠে আমার দলের নেতাকর্মীরা আছেন। যখনই আমার ওপর কোনো হামলা হয়, আমার দলের লোকেরা সবসময় আমাকে রক্ষা করে। দলের লোকেরা তাদের জীবনের বিনিময়ে মানব-ঢাল বানিয়ে আামর প্রাণ রক্ষা করেছেন ‘

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীকে উন্নত ও সুন্দর জীবন দেওয়ার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষে তাঁর সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমি জনগণের কল্যাণে সম্ভাব্য সব কিছু করছি।’

সরকার প্রধান তার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের জনগণকে বারবার ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন,‘আমি আমার আপনজনদের হারানোর পরে দেশের মানুষ ও আমার দলের নেতা-কর্মীরাই আমার স্বজন। কাছের মানুষগুলো আমার পাশে না থাকলে সফল হওয়া সম্ভব হতো না।’

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com