সরাইলে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ২০ ঘরবাড়ি


ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট , : 06-10-2023

সরাইলে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড  ২০ ঘরবাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অন্তত ২০টি ঘরবাড়ি। শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের শ্যামপুর ও আনন্দপুর গ্রামে পাশে তিতাস নদীতে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। মুহূর্তে ঝড়টি তিতাস নদীর তীরবর্তী সরাইল উপজেলার শাহবাজপুরে আঘাত হানে। এতে অন্তত ১৫ থেকে ২০টি বাড়িঘরের টিনের চালা উড়ে যায়। 

 শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল জানান, বিকেলে হঠাৎ করে তিতাস নদীতে একটি ঘূর্ণিঝড়ে সৃষ্টি হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কয়েকটি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কিছু পরিবার। এতে খোলা আকাশের নিচে অবস্থান করছেন বাসিন্দারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের তালিকা আমরা পেয়েছি। ক্ষতিগ্রস্হ প্রত্যেকে ৩০ কেজি করে চাল ও ঢেউটিন দেওয়া হবে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com