সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর হোমসে একটি সামরিরক অ্যাকাডেমিতে ড্রোন হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২৫ জন। এই হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
দেশটির মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলার সময় ওই সামরিক একাডেমিতে ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষ পর্যায়ে ছিল। এ আয়োজনে ক্যাডেট ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাই নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
সরকারি বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী সংগঠন কেন্দ্রীয় শহর হোমসে সামরিক একাডেমির কর্মকর্তাদের স্নাতক অনুষ্ঠান লক্ষ্য করে এই হামলা চালায়।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে ড্রোন হামলায় ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত ও কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ নারী রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘোবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে ৬ নারী ও ৬ শিশুসহ ৮০ জন নিহত ও ২৪০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। কেউ তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
হামলার জন্যে অজ্ঞাত আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠীর মদদপুষ্ট জঙ্গিদের দায়ী করছে দেশটির সেনাবাহিনী।
ঢাকা বিজনেস/এমএ/