আসছে ‘টাইগার থ্রি’র ট্রেলার


বিনোদন ডেস্ক , : 05-10-2023

আসছে ‘টাইগার থ্রি’র ট্রেলার

যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠাবার্ষিকী ও যশ চোপড়ার জন্মবার্ষিকী উপলক্ষে কদিন আগেই প্রকাশ্যে এসেছে সালমান খানের অ্যাকশনে ভরপুর আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’র টিজার। যার পর থেকে এ সিনেমা নিয়ে সালমানভক্তদের মাঝে চলছে অন্যরকম উন্মাদনা। সেই উন্মাদনার মাঝেই এবার জানা গেলো, চলতি মাসেই মুক্তি পাবে বহুলপ্রতীক্ষিত এ সিনেমার ট্রেলার।

বুধবার (৪ অক্টোবর) যশরাজ ফিল্মসের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে ঘোষণা এসেছে, ১৬ অক্টোবর দেখা যাবে ‘টাইগার থ্রি’র ট্রেলার। যেটি টিজারের চেয়ে আরও বড় চমক নিয়ে হাজির হবে। আসছে দীপাবলিতে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এ ছবি।

যশরাজ ফিল্মসের টাইগার থ্রি সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনাকে। টাইগার থ্রিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।

টাইগার থ্রি পরিচালনা করেছেন মণীশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও আছেন ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

ঢাকা বিজনেস/এন


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com