ইউক্রেনের শস্য রপ্তানি কমেছে ২৯ শতাংশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 10-01-2023

ইউক্রেনের শস্য রপ্তানি কমেছে ২৯ শতাংশ

২০২২-২৩ অর্থবছরে ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি করেছে ২ কোটি ৩৬ লাখ টন। এর আগের অর্থবছরে রপ্তানি হয়েছিল ৩ কোটি ৩৫ লাখ টন। সেই হিসেবে  আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রপ্তানি কমেছে ২৯ দশমিক ৬ শতাংশ। সোমবার (৯ জানুয়ারি) ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোট রপ্তানি  শস্যের ৮৬ লাখ টন গম, ১ কোটি ৩৩ লাখ টন ভুট্টা ও ১৭ লাখ টন ছিল বার্লি। রুশ হামলার কারণে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর জুলাইয়ের শেষ দিকে ব্ল্যাক সির ৩টি ইউক্রেনীয় বন্দর খুলে দেওয়া হয়।  

ইউক্রেনের সরকার বলছে, চলতি অর্থবছর ইউক্রেন ৫ কোটি ১০ লাখ টন শস্য সংগ্রহ করতে পারে। যেখানে ২০২১ সালে ৮ কোটি ৬০ লাখ টন ফসল উৎপাদন হয়েছিল। এবার রুশ সেনাদের কাছে বেশকিছু ভূমি হারিয়ে ফেলেছে ইউক্রেন। এছাড়া ফলনও অনেক কম হয়েছে।

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com